Feeds:
Posts
Comments

Archive for January, 2020

যেহেতু প্রচুর ‘ক্রসওভার’ শোনা হয়, সেই হিসেবে এই নতুন গানটা এক কথায় অসাধারণ। ব্লেক শেলডন, আমার পছন্দের গায়ক বটে, পাশাপাশি তার রেকর্ডিং স্টুডিওর রেকর্ডিং কোয়ালিটি অনেকটাই ‘অডিওফাইল’ গ্রেডে পড়ে। এটা ঠিক – তার অনেকগুলো অ্যালবাম আমার টপ লিস্টে আছে। আমি যেহেতু অ্যালবাম ধরে গান শুনি, সে কারণে আমার কাছে গত অ্যালবামটার কাজ বেশ ভালো মনে হয়েছে।

গোয়েন স্তেফানিকে তার ড্রেসআপের জন্য সেরকম পছন্দ না করলেও তার দুটো গান বেশ ভালো মানের। আমি যেহেতু ইদানিং খুব একটা ‘পপ’ শুনি না, সেজন্য তার গান নিয়ে খুব একটা মাথা ব্যাথা ছিল না। কিন্তু ব্লেক শেলটন এর সাথে সম্পর্কের পর এই গানটাতে তাকে অন্য লেভেলের মনে হয়েছে। হয়তোবা বয়সের সাথে তার ধারণার ভারিক্কি বেড়েছে। ম্যাচুরিটি ম্যাটার্স। সবচেয়ে মজার কথা হচ্ছে তার আর আমার বয়স এখন হাফ সেঞ্চুরি। আমরা ‘ডট কানেক্ট’ পারছি হয়তোবা। 

ম্যাচুরিটি এসেছে গানে

গানটার শুরুতে সাধারণ মনে হলেও এক মিনিট পর থেকেই শুরু হয়েছে অসাধারণ সব কথা। গান তো গানই, তবে এই গানটা ‘রিপিট ফরএভার’ মোডে চলছে আমার ‘অডিওফাইল’ স্ট্রিমিং সিস্টেমে। ‘ন্যাস’ থেকে। বাচ্চাদের কমন কমপ্লেইন, যে গানটা আমার পছন্দ, সেটা চলতেই থাকে রিপিট ফরএভার মোডে। তবে, এই গানটার ব্যাপারে এখনও তারা কমপ্লেইন শুরু করেনি। রিদমটা পছন্দ, হয়তোবা ঝামেলা শুরু করবে আরো কয়েকদিন পরে।

“কান্ট্রি” জনরাই শোনা হতো বেশি, তবে এর সাথে ‘পপ’যোগ হয়ে নতুন একটা ‘ফিউশন’ এসেছে যাকে ‘ক্রসওভার কান্ট্রি’ বলি আমরা। আমার পছন্দের বটে!

Read Full Post »

ডিপ লার্নিং: ওপেনপাইলট, ওপেনসোর্স সেল্ফড্রাইভিং সফটওয়্যার

ঢাকায় গাড়ি চালানো কষ্টের। হাজারো সিন্ধান্ত নিতে হয় এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। কখন পাশের গাড়িটা উঠে গেলো আমার উপর, অথবা পাশের গাড়িটা ইনডিকেটর না দিয়েই মাথা ঢুকিয়ে দিলো সামনে। অথবা আচমকা পথচারী নেমে গেলেন রাস্তায়! হাজারো সিদ্ধান্ত নিতে হচ্ছে এই এক গাড়ি চালাতে।

অফিসে পৌঁছাতে পৌঁছাতেই আপনার মাথা ঘেমে একাকার। মাথার কাজ করবেন কখন? কেমন হয় এই রুটিন সিদ্ধান্তগুলো ছেড়ে দিতে যন্ত্রের ওপর? কাজ তো একটাই। আপনাকে পয়েন্ট “ক” থেকে নিয়ে আসবে পয়েন্ট “খ”তে। এতে যা যা সিদ্ধান্ত নিতে হবে সেটা নেবে যন্ত্র। সব বিপদ পাশ কাটিয়ে আপনাকে নিয়ে আসবে অফিসে। কারণ যন্ত্রের আছে ৮টা চোখ আর রাডার। রাস্তার সব সিদ্ধান্ত নেবে যন্ত্র। অফিসে পৌছাবেন মাথা ফ্রেশ, ডিপ লার্নিং বই পড়তে পড়তে!

আজকের ভিডিও ওপেনপাইলট – ওপেনসোর্স সেল্ফড্রাইভিং সফটওয়্যার নিয়ে। পুরোটাই গিটহাবে আছে। আমি মাঝেমধ্যেই দেখি এর মেশিন লার্নিং এর কারুকাজ। মাত্র ১ হাজার ডলার দিয়ে একটা গাড়িকে সেলফ ড্রাইভিং সিস্টেমে কনভার্ট করার এই ওপেনসোর্স সফটওয়্যার আমার মনের খুব কাছের। কথা নয়, ভিডিওটা দেখি। আর বই: bit.ly/bn_dl

Read Full Post »